September 29, 2023

প্রথম রোজায় জুম্মাবারে মসজিদে মুসল্লির ঢল

0

ঢাকা,২৪ মার্চ,২০২৩

আজ পবিত্র রমজান মাসের প্রথম শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য মুসলমানরা মসজিদে জড়ো হয়।মসজিদে রমজান মাসে রোজা রাখার গুরুত্ব তুলে ধরে খুতবা ও ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়। নামাজ শেষে মুসলিমরা দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।

রোজা
jibonjatra.com

বাংলাদেশে বিভিন্ন মসজিদ পরিদর্শন করে দেখা গেছে রমজানের প্রথম জুম্মায়, মুসলমানরা আল্লাহর কাছে তাদের ভক্তি নিবেদনের জন্য মসজিদে জড়ো হয়ে আল্লাহর প্রশংসা পাঠ করে এবং বিশ্বপালনকর্তা আল্লাহর মহিমা ঘোষণা করে। এমনকি জাতীয় মসজিদ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দেশের সকল পর্যায়ের ধর্মপ্রাণ মুসলিমরা  জুম্মার জামাতে অংশ নিতে সমবেত হন। সকাল ১১টা থেকে বিভিন্ন এলাকা থেকে সব বয়সের মানুষ আসতে শুরু করে এবং দুপুর নাগাদ মসজিদের মূল ভবন মানুষে ভরে যায়। ফলস্বরূপ, কয়েকশ মুসলিম তাদের নামাজ পড়ার জন্য মসজিদের বাইরে জড়ো হয়। বায়তুল মোকাররম মসজিদের প্রধান খতিব মাওলানা রুহুল আমিন জুমার খুতবা পরিচালনা করেন। তার প্রায় এক ঘণ্টার খুতবায় তিনি রমজানে রোজা রাখার গুরুত্বের ওপর জোর দেন। রাজধানীর অন্যান্য মসজিদেও একই দৃশ্য দেখা যায়। এমনকি নামাজের আযানের আগে, মুসলমানরা বিভিন্ন জায়গা থেকে দলে দলে মসজিদে জমায়েত হয়। একটি নির্দিষ্ট জায়গায় কোন জমায়েত নেই, তাই লোকেরা যেখানে জায়গা পায় সেখানেেই নামাযে দাড়িয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করে।

Social Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *