September 29, 2023

ওমরাহ পালন করতে হলে অ্যাপের মাধ্যমে আগেই বুকিং দিতে হবে

0

ওমরাহ পালন করতে হলে আগেই বুকিং করা আবশ্যক। আধুনিক প্রযুক্তি ও সফল ব্যবহারের কারণে এখন ওমরাহ পালনের জন্য অনলাইন বুকিং একটি সুবিধা হয়ে উঠেছে।

ওমরাহ
Kaaba in Mecca Saudi Arabia

মোহাম্মদ বিন আবদুল্লাহ আল-বাসামি আরও বলেন, ওমরাহ পালনে আগ্রহী ব্যক্তিদের জন্য ‘পর্যাপ্ত’ বুকিংয়ের সুযোগ রাখা হয়েছে। তাই তাঁদের জেনেবুঝে সময়সূচি ঠিক করতে এবং তা মেনে চলতে পরামর্শ দেওয়া হচ্ছে। এই পুরো প্রক্রিয়ার সমন্বয় করছে হজ মন্ত্রণালয় ও জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স অব দ্য টু হোলি মস্কস।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর খবরে বলা হয়, চলতি বছরের ওমরাহ মৌসুম নিয়ে মন্ত্রণালয়ের পরিকল্পনা ও প্রস্তুতি সম্পর্কে জানাতে মক্কায় ৯১১ ইউনিফায়েড অপারেশন সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আল–বাসামি বলেন, গণপরিবহন স্টেশন থেকে মক্কার প্রবেশপথ, থার্ড রিং রোড এবং পবিত্র মসজিদে ওমরাহ পালনকারী মানুষের ভিড়ের বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে। মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে যাতায়াতের পথ পুনর্বিন্যাস করা হচ্ছে।

আল-বাসামি জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে এবং স্বাস্থ্যবিধি মেনে চলাসহ মাস্ক পরার ওপর জোর দেন

Social Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *