আফগানিস্তানের কাছে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হারলো পাকিস্তান
টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় পাকিস্তানি অধিনায়ক সাদাব খান, আফগানদের নিয়ন্ত্রিত বোলিং ২০ ওভারে ১৩০/৬ রান করে পাকিস্তান (ইমাদ ওয়াসিম ৫৭ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন এবং সাদাব খান করেন ২৫ বলে ৩২ রান।
১৩১ রানের টার্গেট ১৯.৫ বলে ম্যাচ শেষ করে আফগানিস্তান (গুরবাজ করেন ৪৯ বলে ৪৪ রান –ইব্রাহীম জাদরান ৪০ বলে ৩৮ রান করেন – নাজিবুল্লাহ জাদরান ১২ বলে ২৩* ও মোহাম্মদ নাবী ৯ বলে ১৪* রান করে অপরাজিত থেকে খেলা শেষ করেন ১৩৩/৩ (১৯.৫) ওভারে সিরিজে ২-০ তে এগিয়ে গেলো আফগানিস্তান।