পাকিস্তানের বিপহ্মে আফগানিস্তানের দুর্দান্ত জয়

৩ ম্যাচ টি২০ সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের জয় ৬ উইকেটে, ৩ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো আফগানিস্তান ক্রিকেট টিম, টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্যাপ্টেন সাদাব খান আফগানদের বোলিং এর সামনে পাকিস্তানের কোন ব্যাটসম্যান দাড়াতে পারেনি, পাক ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩২ বলে ১৮ রান করেন ইমাদ ওয়াসিম ১৫ বলে ১৭ রান করেন সাইম আইয়ুব ২০ ওভারে ৯২/৯ রান করে পাকিস্তান (মোহাম্মদ নাবী, ফাজালহক ফারুকি,মুজিবর রহমান নেন ২ করে উইকেট) মোহাম্মদ নাবীর ৩৮ বলে ৩৮ রানের ইনিংসের উপর ভর করে ১৭ ওভার ৪বলে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় আফগানিস্তান ৯৮/৪ ম্যাচ সেরা মোহাম্মদ নাবী ৩৮* রান ও ৩ ওভার বোলিং করে ১২ রান দিয়ে নেন ২ উইকেট।