মেসির হ্যাট্রিকে বিশাল জয় আর্জেন্টিনার মেসির শততম গোলের মাইল ফলক
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কুরাসাও এর বিপক্ষে আর্জেন্টিনা ৭-০ গোলের বিশাল জয় পেয়েছে
আর্জেন্টিনা শুরু থেকেই বিধ্বংসী ভাবে আক্রমণ করে আর্জেন্টিনা প্রথম হাফে কুরাসাও এর জালে ৫ গোল মেসির হ্যাট্রিক (২০.৩৩.৩৭ মিনিটে গোল) নিকো গন্জালেস ২৩ মিনিটে ও এনজো ফার্নান্দেজ ৩৭ মিনিটে গোল করেন ২য় হাফে ডি মারিয়া ৭৮ মিনিটে ও মন্টিয়েল ৮৭ মিনিটে গোল করে ৭-০ তে ম্যাচ জিতে বিশ্বচ্যাম্পিয়নরা এই ম্যাচে হ্যাট্রিকের ফলে ১০০ তম গোল স্পর্শ করেন মেসি
আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ম্যাচে মেসির গোল সংখ্যা দাড়ালো ১০২