মেসির নতুন মাইল ফলক 800 গোল
কাতার বিশ্বকাপ জিতার পর আজকে মাঠে নেমেছিল আর্জেন্টিনা।

পানামার বিপক্ষে ঘরের মাঠে ২-০ তে জয়লাভ করে আর্জেন্টিনা,শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবল খেলে স্কালোনি বাহিনী ম্যাচের হাফ টাইম থাকে গোল শূন্য সেকেন্ড হাফে ৭৮ মিনিটে গোল করে থিয়াগো আলমাডা ৮৯ মিনিটে মেসি ফ্রী কিক থেকে একটি গোল করে ২-০ তে ম্যাচ টি জয় লাভ করে এই গোলের মাধ্যমে ক্যারিয়ারে ৮০০ তম গোলের মাইল ফলক স্পর্শ করেন লিওনেল মেসি ক্লাব ও জাতীয় দলে মেসির গোল সমীকরণ – বার্সেলোনা – ৭৭৮ ম্যাচে-৬৭২ গোল পি এস জি- ৬৬ ম্যাচে- ২৯ গোল আর্জেন্টিনা- ১৭৩ ম্যাচে-৯৯ গোল।
Keep It Up 🖤